বগুড়ায় আবারও বসতবাড়ীতে পটকা তৈরির সরঞ্জাম বিস্ফোরণ!

স্টাফ রিপোর্টার:
    সময় : শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ
  • ১১ Time View

বগুড়ায় আবারও অবৈধ পটকা তৈরির কারখানায় সরঞ্জাম বিস্ফোরণে একটি ঘরের টিনের চালা উড়ে গেছে। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বগুড়া শহরতলীর ভাটকান্দি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাটকান্দি এলাকায় মৃত হায়দার আলীর জামাই খোকন গোপনে ওই বাড়িতে পটকা তৈরির কাজ করে। বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে পটকা তৈরির সরঞ্জামসহ কিছু বিস্ফোরক মজুদ করা ছিল। দুপুর দেড়টার দিকে বিকট শব্দে ওই ঘরে বিস্ফোরণ ঘটে এতে ঘরের টিনের চালা উড়ে বাহিরে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে জানতে পারে, বিস্ফোরণের সময় খোকনের স্ত্রী শিল্পি ছাগল নিয়ে মাঠে ছিল। খোকনও বাড়িতে ছিল না। এঘটনার পর খোকন পলাতক রয়েছে। তিনি বলেন ধারণা করা হচ্ছে প্রচন্ড রোদ এবং গরমে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ভাটকান্দি সংলগ্ন মালতিনগর নামা পাড়ায় রেজাউল করিমের বাড়িতে পটকা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে তার টিনশেড বাড়ির তিনটি ঘর বিধ্বস্ত হয়। বিস্ফোরণে রেজাউল করিমসহ চারজন দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাসনিম বুশরা (১৪) নামের এক স্কুল ছাত্রী মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com