বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ,পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা, অবৈধভাবে চাকরিচ্যুতদের অবলিম্বের পূনর্বহল করা, ম্যানেজিং কমিটি সংস্কার, অবসরকালীন ভাতা দ্রুত প্রদানসহ শিক্ষকদের কর্মক্ষেত্রে নানামুখি বৈষম্য দূরীকরণের দাবীতে বগুড়ায় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখা ওই সম্মেলনের আয়োজন করে। এতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফোরাম বগুড়া শহর শাখার সেক্রেটারী ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফোরাম কেন্দ্র কমিটির জেনারেল সেক্রেটারী অধ্যাপক এ.বি.এম ফজলুল করিম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার উপদেষ্টা আ.স.ম আব্দুল মালেক। সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখা সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন।
সম্মেলনে বক্তারা বলেন, বিগত আওয়ামী শাসন আমলে শিক্ষকদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। যারা তৎকালীন অবৈধ সরকারের গোলামী করেছে তাদের নানা ধরণের সুবিধা দেয়া হতো। আর যারা অবৈধ আওয়ামী সরকারে বিপক্ষে অবস্থান নিয়েছিলো তাদের নানাভাবে হয়রানি করা হয়েছে। ন্যায্য পাওনা, সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এখন সময় এসেছে শিক্ষা ক্ষেত্র থেকে বৈষম্য দূর করার। এই সম্মলেন থেকে আমরা বর্তমান রাষ্ট্রের কলাকুশলীর জানাতে চাই, আপনারা আমাদের দিকে সুদৃষ্টি প্রদাণ করবেন। ছাত্র-জনতার বিপ্লবের প্রতি সম্মান প্রদর্শন করে সব ক্ষেত্র থেকে বৈষম্য নিরসন করবেন।
এসময় তাদের অন্যান্য দাবীগুলোর মধ্যে বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন বন্ধ করা এবং অবসরের সময়সীমা ৬৫ বছর নির্ধারণ করার দাবী জোড়ালো ভাবে উল্লেখ করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহকারি জেনারেল সেক্রেটারী অধ্যাপক রবিউল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, সহকারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, হাবিবুর রহমান আকন্দ, অধ্যাপক রফিকুল আলম, জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আজহার আলী, নামিরুল হক জারজিস, নুর মোহাম্মদ, মাসুদুর রহমান প্রমূখ।
Leave a Reply