দিনাজপুরের ফুলবাড়ীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)এর এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১১টায় পৌর শহরের ঢাকা মোড়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান মদন মোহন কর্মকার।
এজেন্ট ব্যাংকিং সেন্টারের অফিসার তৌফিক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্জ মাহমুদ আলম লিটন, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,ফুলবাড়ী শাখা ম্যানেজার আনোয়ার পারভেজ, শাখা এজেন্ট নুর মোহাম্মদ সেকেন্দার আলী, সাবেক পৌর কাউন্সিলর মুকুল সরকার প্রমুখ।
Leave a Reply