ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ নিয়ে ‘ঐকমত্যে’ পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ

সাতমাথা ডেস্ক:
    সময় : শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪, ১২:০২ অপরাহ্ণ
  • ১৫৩ Time View

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য বৃহস্পতিবার ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এরফলে দীর্ঘ সময় ধরে চালানো প্রচেষ্টা এখন আরো আনুষ্ঠানিক কাউন্সিল ভোটের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

২০১২ সাল থেকে বিশ্ব সংস্থায় পর্যবেক্ষকের মর্যাদা পাওয়া ফিলিস্তিন জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যপদ লাভের জন্য বছরের পর বছর ধরে লবিং করে আসছে। এক্ষেত্রে জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্র হওয়ার যেকোনো অনুরোধ প্রথমে নিরাপত্তা পরিষদের মধ্য দিয়ে যেতে হবে এবং তারপর সেটি সাধারণ পরিষদে অনুমোদিত হবে। নিরাপত্তা পরিষদে ইসরাইলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে।

গাজায় ইসরাইলের আগ্রাসনের আলোকে জাতিসঙ্ঘের সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের ২০১১ সালের একটি আবেদন গত সপ্তাহে আবারো উত্থাপন করা হয়েছে। এরফলে নিরাপত্তা পরিষদ দ্রুত একটি আনুষ্ঠানিক পর্যালোচনা প্রক্রিয়া শুরু করে। এক্ষেত্রে দায়িত্বে থাকা অ্যাডহক কমিটি বৃহস্পতিবার এই বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়। কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছিল।

এপ্রিল মাসে নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মাল্টিজ রাষ্ট্রদূত ভ্যানেসা ফ্রেজিয়ার বলেছেন, পরিষদের রুদ্ধদ্বার বৈঠক চলাকালে জাতিসঙ্ঘের ফিলিস্তিনের সদস্যপদ দেয়ার জন্য কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।

এই ব্যাপারে তিনি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, দুই-তৃতীয়াংশ সদস্য জাতিসঙ্ঘের ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ দেয়ার পক্ষে ছিলেন।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল এই ব্যাপারে নিরাপত্তা পরিষদে ভোট অনুষ্ঠিত হতে পারে। পরিষদে আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী আলজেরিয়া এটি উত্থাপন করেছে।

পর্যবেক্ষকরা ধারণা করছেন, এক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ১৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে প্রয়োজনীয় ৯টি ভোট প্রস্তাবের পক্ষে পড়লে যুক্তরাষ্ট্র তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com