চট্রগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ দলনেতা নাজমুল হোসেন শান্ত। সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহদী হাসান, তাসকিন, শরিফুল ও সাইফুদ্দিন।
বাংলোদেশ দলের হয়ে টি-টুয়েন্টিতে অভিষেক হলো ওপেনার তানজিদ হাসান তামিমের। মাহমুদুল্লাহ রিয়াদ টসের আগে তামিমের মাথায় টি-টুয়েন্টি ক্যাপ পরিয়ে দেন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক। এরই মধ্যে ১৫টি ওয়ানডে খেলা হয়ে গেলেও টি–টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় ছিলেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান। আজ সেই অপেক্ষা ঘুচলো। অভিজ্ঞ মাহমুদউল্লাহর কাছ থেকে টি–টোয়েন্টি ক্যাপ বুঝে নিলেন তানজিদ।
সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
Leave a Reply