পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভাষাসৈনিক গাজীউল হক এর পরিবারকে সম্মাননা প্রদান

Reporter Name
    সময় : বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ণ
  • ১৯২ Time View

ভাষাসৈনিক গাজীউল হক এর পরিবারকে সম্মাননা প্রদান করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ভাষাসৈনিক গাজীউল হকের পরিবারের প্রতিনিধি রাহুল গাজী’র হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে আলোচনা ও সম্মাননা পর্বে প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, লুক এশিয়ার সম্পাদক ও চেয়ারম্যান স্বদেশ রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। আরও উপস্থিত ছিলেন বিওটি ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, সদস্য সোহরাব আলী খান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনসার আলী তালুকদার। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিওটি উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন।

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সম্মাননা ও কুইজে বিজয়ীদের পুরস্কার বিতরণ।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান ও টিএমএমএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম ও মাননীয় উপাচার্য এর নেতৃত্বে প্রভাত ফেরী শুরু হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সকল বিভাগ ও হলসমূহ ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ১মিনিট নীরবতা পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা, ভাষাসৈনিক গাজীউল হক এর পরিবারকে সম্মাননা ও বাংলা ভাষা ও ইতিহাস বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সকল পর্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com