শুক্রবার (১লা নভেম্বর) বিকেল ৩ টার সময় পার্বতীপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ২৮ অক্টোবর-২০০৬ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির ড. মুহাদ্দিস এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, জেলা জামায়াতের কর্ম-পরিষদের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।আরও বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্র শিবিরের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম আবীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার নায়েবে আমির মোঃ রেজাউর রহমান মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম আবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মোঃ ওসমান আলী, জামায়াতের পৌর আমীরসহ প্রমূখ। আলোচনা সভায় হাজার হাজার কর্মী সমর্থক ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগানে শহর প্রদক্ষিণ করে আলোচনা সভায় উপস্থিত হয়।
উল্লেখ্য যে, ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগের নেতা- কর্মীরা জামায়াত-শিবিরের নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে।
আলোচনা সভা শেষে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply