পার্বতীপুরের মন্মথপুর ঈদগাহ ময়দানে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ন্যায় পার্বতীপুরে প্রায় ২সপ্তাহের বেশি সময় ধরে বইছে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে খরা। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে জনজীবন সহ ফসলি জমিতে। ফসলি জমির মাঠ-ঘাট ফেটে চৌচির। মাটি থেকে গরম হাওয়া উঠছে। পার্বতীপুর উপজেলাতে গত কয়েকদিন থেকে সর্বোচ্চ ৩৫ ডিগ্রী সেলসিয়াস থেকে ৪০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছেন। প্রচন্ড গরমে ওষ্ঠাগত মানুষের জীবন ও প্রাণীকুল।
ফসলি জমিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। রোদ থেকে বাঁচতে মোটা কাপড় পরিধান করছে। কেউ কেউ রোদে চশমা ও ছাতা ব্যবহার করছে। স্বস্থি পেতে বার বার পানি পান করতে হচ্ছে। গাছের নিচে আশ্রয় নিচ্ছে। এদিকে আবহাওয়া অফিস থেকে কোন বার্তা পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
চলমান আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি পেতে গরমের তাপমাত্রা কমে শীতল আবহাওয়া ও বৃষ্টির আশায় নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেস্কা ) আদায় করা হয়েছে। সকাল ৯টায় পার্বতীপুর উপজেলার মন্মথপুর ঈদগাহ মাঠে নামাজের ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মজলিসুন মুফাসসিরিন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও ভবানীপুর আলিয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ সাইদুজ্জামান হামদানী।
Leave a Reply