পার্বতীপুরে জনবল সংকটের কারণে দু’টি রেলওয়ে স্টেশন বন্ধ

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ
  • ৪০৬ Time View

দিনাজপুর জেলার পার্বতীপুরের দু’টি রেলওয়ে স্টেশন। স্টেশন দু’টি হলো ভবানীপুর ও বেলাইচন্ডী। রেলওয়ে পাকশী বিভাগের ব্রডগেজ সেকশনের স্টেশন দু’টি পার্বতীপুর রেলওয়ে জংশনের উত্তরে ও দক্ষিণে এবং পার্বতীপুর উপজেলায় অবস্থিত।

রেলওয়ে জংশন খ্যাত পার্বতীপুর উপজেলায় একটি রেলওয়ে জংশন সহ মোট পাঁচটি রেলওয়ে স্টেশন রয়েছে। এর মধ্যে পার্বতীপুর জংশন স্টেশন,খোলাহাটি স্টেশন ও মন্মথপুর স্টেশন চালু থাকলেও ভবানীপুর স্টেশন এবং বেলাইচন্ডী স্টেশন দু’টি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এই এলাকার মানুষ সহজলভ্য ট্রেন চলাচল থেকে বঞ্চিত হচ্ছে।

রেলপথে যাতায়াতের সুবিধার্থে স্টেশন দু’টি চালুর দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন জনবল সংকটের কারণে স্টেশন দু’টি চালু করা সম্ভব হচ্ছে না।

দীর্ঘ দিন ধরে ভবানীপুর ও বেলাইচন্ডী রেলওয়ে স্টেশন দু’টি বন্ধ থাকায় একদিকে এলাকার মানুষ রেলপথে চলাচলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে রাজস্ব হারাচ্ছে রেলওয়ে। অন্যদিকে স্টেশনের মূল্যবান মালামাল বিনষ্ট হচ্ছে এবং স্টেশন এলাকায় ভূতুরে পরিবেশ বিরাজ করছে। সেই সুবাদে অপরাধীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে স্টেশন দু’টি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রেলওয়ে পাকশী বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নুর মোহাম্মদ বলেন,পার্বতীপুরের ভবানীপুর ও বেলাইচন্ডী রেলওয়ে স্টেশন দু’টি বন্ধ রয়েছে। মূলত জনবল সংকটের কারণেই স্টেশন দু’টি চালু করা সম্ভব হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com