পাকিস্তান জামায়াতের আমির সিরাজুল হকের পদত্যাগপত্র প্রত্যাখ্যান করা হয়েছে। শনিবার দলের মজলিশে শূরার বৈঠকে সাধারণ নির্বাচনে জামায়াতের ব্যর্থতা থেকে তাকে দায়মুক্তি দিয়ে তার পদত্যাগপত্র ফিরিয়ে দেয়া হয়। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে।
সিরাজুল হকের প্রতি ‘পূর্ণ আস্থা’ জ্ঞাপন করে জামায়াতে ইসলামি পাকিস্তানের মুখপাত্র কায়সার শরিফ বলেন, পরামর্শক সভা পদত্যাগপত্র খারিজ করে দিয়েছে। তিনি বলেন, সিরাজুল হক দলের গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতের আমির হিসেবে তার দায়িত্ব পালন করা অব্যাহত রাখবেন।
কায়সার বলেন, কিছুক্ষণের মধ্যেই সিরাজ কেন্দ্রীয় মজলিশে শূরার অধিবেশনে বক্তব্য রাখবেন। পরে তিনি সংবাদ সম্মেলনেও বক্তব্য রাখবেন।
তিনি বলেন, সিরাজুল হকের কারণে নির্বাচনে জামায়াতে ইসলামি খারাপ ফলাফল করেছে, তা নয়। বরং জামায়াত খারাপ ফলাফল করেছে জালিয়াতির কারণে। তিনি আরো বলেন, জামায়াত ৮ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জামায়াত জাতীয় পরিষদে কোনো আসন পায়নি। এরপরপরই সিরাজুল হক ১২ ফেব্রুয়ারি আমিরে জামায়াত পদ থেকে পদত্যাগ করেন।
তিনি বলেন, ‘নির্বাচনী লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হওয়ার জন্য’ তিনি পদত্যাগ করেছেন।
জামায়াতে ইসলামি পাকিস্তান কেন্দ্রীয় পার্লামেন্টে কোনো আসন না পেলেও প্রাদেশিক পর্যায়ে পাঁচটি আসন পেয়েছে।
Leave a Reply