পাকিস্তানে এখনো সরকার গঠন নিয়ে অচলাবস্থার নিরসন হয়নি। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকার গঠন করার ব্যাপারে একমত হলেও তাদের মধ্যে এখনো পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি। এর মধ্যে নির্বাচনে জালিয়াতির অভিযোগ জোরালোভাবে ওঠতে থাকায় নতুন নতুন জটিলতা সৃষ্টি হচ্ছে।
সোমবার পিএমএল-এন ও পিপিপির মধ্যে দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকেও দুই দলের মধ্যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে একটি সংখ্যাগরিষ্ঠ জোট সরকার গঠন নিশ্চিত করা এখানো কঠিন কাজ হিসেবে রয়ে গেছে।
সোমবারের আলোচনাটি হয় পিএমএল-এন নেতা ইসহাক দারের বাসায়। এই বৈঠকেইা সম্ভাব্য জোটের চূড়ান্ত রূপ প্রকাশ করার কথা ছিল। উভয় দল লাভ সর্বোচ্চ করার এবং অভ্যন্তরীণ উদ্বেগ দূর করার ইচ্ছাপ্রকাশ করলেও প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি ও জটিল বলে মনে হচ্ছে।
সোমবারের বৈঠকে পিপিপি নেতাদের মধ্যে মুরাদ আলি শাহ, কামার জামান কাইরা, নামিদ আফজাল চান উপস্থিত ছিলেন। পিএমএল-এন নেতাদের মধ্যে ইসহাক দার, আজম নাজির তারার ছিলেন।
উভয় দল তাদের নিজ নিজ দলের সাথে বৈঠক করে আবার মিলিত হবেন বলে মতপ্রকাশ করেন। এতে বোঝা যাচ্ছে যে ক্ষমতা ভাগাভাগি, মন্ত্রীর পদ, অগ্রাধিকারমূলক নীতি ইত্যাদি প্রশ্নে দুই দলের মধ্যে এখনো সমঝোতা হয়নি।
Leave a Reply