পাঁচবিবিতে আল্লাহ্র রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৈশাখের তীব্র দাবদাহে পুড়ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সহ আশেপাশে এলাকা। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্থ । এক ফোটা পানির জন্য প্রায় ওষ্ঠাগত হয়ে পরেছে মানুষ ও পশুপাখির জীবন।
হুমকির মুখে শাক-সব্জি, অর্থকরী ফল-ফসল ও আবাদি জমি। এই অসহনীয় তীব্র তাপাদহে বিভিন্ন পেশা ও শ্রমজীবী মানুষের জন্য মাঠে ঘাটে কাজ করা কঠিন হয়ে পড়েছে।
এই তীব্র খরা ও তাপাদহ থেকে পরিত্রাণ এবং আল্লাহ্র রহমতের বৃষ্টির জন্য চোখের পানি ফেলে মহান রবের দরবারে অতীত ভূলের ক্ষমা চেয়ে তওবা-ইসতেকফার পাঠ করে ইসতিসকার নামাজ আদায় শেষে কান্না জড়িত কন্ঠে দোয়া-মোনাজাত করেছেন সহস্রাধিক মুসল্লী।
২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় পাঁচবিবি ওলামা পরিষদের আয়োজনে উপজেলার বড় মানিক কেরামতিয়া ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন অত্র মাঠের ইমাম হাফেজ মাওলানা জোবায়ের হোসেন। নামাজের পূর্বে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা জোবায়ের হোসেন, পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের মোয়াজ্জিম হাফেজ জামিল আহম্মেদ, ষ্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ ইয়াহিয়া, মাওঃ আব্দুল ওয়াদুদ (বারকান্দ্রী) ও হাফিজার রহমান মাষ্টার (কোতোয়ালীবাগ) প্রমূখ।
এর আগে একই দিন পৌনে ১০ টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ ফুটবল মাঠে মহব্বতপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মীর শহীদ মন্ডলের ইমামতিতে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানেও বৃস্টির জন্য শত শত মানুষ উপস্থিত হয়ে মহান আল্লাহ পাকের দরবারে বৃষ্টি কামনা করে তওবা ও দোয়া করেছেন।
Leave a Reply