নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে বাগানের গাছ কাটার অভিযোগ 

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ
  • ১০৭ Time View
নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে। এতে করে বাগানের ১০ টি মেহগনি গাছ নষ্ট হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার(১৫ এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের ঝলঝলিয়া মির্জাপুর গ্রামে। গাছ কর্তনের বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বাগানের মালিক নিয়ামতপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম।
সরোজমিনে দেখা গেছে, মির্জাপুর গ্রামের ভুক্তভোগীর বাগানের পাশ দিয়ে সরকারি রাস্তা। সেই রাস্তার ওপর দিয়ে পাশের বাড়ির মালিক(বাদল) ড্রেন নির্মাণ করে। এক বছর আগে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়।
বিষয়টি নিয়ে মির্জাপুর গ্রামের দেলোয়ার হোসেন জানান , বাদলের ড্রেন নির্মাণ করার ফলে রাস্তায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচলেও সমস্যা হচ্ছে। কলেজের প্রভাষকের বাগান ঘেরা থাকায় এখন ওই বাগানের পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এ কারনেই হয়তো রাতের আঁধারে গাছ কেটে ফেলেছে।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাদল বাড়ি থেকে সটকে পড়েন। ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে কেটে দেন।
বাদলের সহযোগী আজহার আলী বলেন, রাতের আঁধারে কে গাছ কেটেছে তা আমার জানা নেই। তবে আজাহার আলীর বিরুদ্ধে গোরস্হানের রাস্তা বন্ধ করার অভিযোগ রয়েছে।
কলেজের প্রভাষক আমিনুল ইসলাম বলেন, আমি গ্রামের বাড়িতে না থাকার সুযোগে আমার বাগানের ওপর অনেকের নজর পড়েছে। কোন সমস্যা থাকলে আমার সাথে কথা বললেই হতো। গাছ কাটার কোন প্রয়োজন ছিল না। আমি এ ঘটনায় দোষীদের বিচার দাবি করছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com