নওগাঁর নিয়ামতপুরে আসফি মেহেনাজ (১৮) নামে একাদশ শ্রেণির এক কলেজ পড়ুয়া ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২২ জুলাই) সকাল ৭ ঘটিকা হতে সকাল ১০ ঘটিকার মধ্যে যেকোন সময় উপজেলা সদরের মাষ্টারপাড়া এলাকায় সাইদুর রহমানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আসফি মেহেনাজ মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং নিয়ামতপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবাদে নিয়ামতপুরে ভাড়া বাসায় একই এলাকার দুজন মিলে একরুমে বসবাস করতো। আসফি মেহেনাজের রুমমেট সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সকাল ৭ টার দিকে রুম থেকে বের হয়ে যায়। প্রাইভেট শেষে ১০ টার দিকে রুমে ফিরে এসে বন্ধ দরজা না খুললে বাড়িওয়ালাকে জানান। বাসার মালিক থানা পুলিশকে জানালে পুলিশের উপস্হিতিতে দরজা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আসফি মেহেনাজকে।
তবে সঠিক কি কারণে এমন আত্মহত্যার ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম। তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply