” সকলের জন্য ন্যায়, স্বাধীনতা এবং ন্যায় বিচার” এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে নওগাঁর নিয়ামতপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ মানবাধিকার নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে দরগাপাড়া গ্রামে ১০০ পরিবারে মাঝে আতব চাল, চিনি ও সেমাই বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান শাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ দরগাপাড়া গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকৌশলী বজলুর রশিদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ মানবাধিকার নিপীড়িত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অসহায় ও দুস্থ মানুষের যেকোনো ধরনের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ মানবাধিকারের সদস্যরা তাদের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন এবং ভবিষ্যতেও করে যাবে বলে জানান তিনি।
Leave a Reply