নিজ নিজ এলাকায় নির্বাচনের আগে করা উন্নয়নের অঙ্গীকার পূরণে ২০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন এমপিরা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম একথা জানিয়েছেন।
রোববার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
মুজিবুল হক চুন্নু তার সম্পূরক প্রশ্নে জানতে চান, এমপিরা নির্বাচনী প্রতিশ্রুতি দেন। এ ছাড়া তার এলাকার উন্নয়নে এর আগেও একটা থোক বরাদ্দ থাকত। এখন নতুন সরকার, এ সরকারের আমলে এমপিদের নিজ নিজ এলাকার উন্নয়নে সরকার বরাদ্দ দেবে কি না?
জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় উন্নয়নের জন্য মানুষের কাছে অনেক অঙ্গীকার করেন। এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে সেসব অঙ্গীকার পূরণ করার জন্য এমপিদের যেমন আগ্রহ, তেমনি প্রধানমন্ত্রীও বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে অনুধাবন করেছেন বলে একটি প্রকল্প করে প্রত্যেক এমপির নির্বাচনী এলাকার জন্য ৫ বছর মেয়াদে ২০ কোটি টাকা দেওয়ার একটি প্রকল্প প্রণয়ন করেছেন।
Leave a Reply