নির্ধারিত সময়ের ১৫ দিন পূর্বেই দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল থেকে খনির ১২০৯ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
খনি সূত্রে জানা যায় , ২০২৩ সালের ২৯ ডিসেম্বর ১৪১২ নম্বর ফেইজের উত্তোলন যোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ১২০৯ নম্বর ফেইজে যন্ত্রপাতি স্থাপন করার জন্য ৩ মাস কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করে চলতি সালের মার্চ মাস থেকে কয়লা উত্তোলনের সময় নির্ধারণ করা হয়। তবে ১৫ দিন পূর্বেই নতুন ১২০৯ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করে খনিটি। প্রতিদিন গড়ে ৩ থেকে সাড়ে ৩ হাজার টন কয়লা উত্তোলন হবে বলে জানান খনি কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর মহাব্যবস্থাপক (মাইনিং অপারেশন) খান মোঃ জাফর সাদিক জানান, ১৪১২ ফেইজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১০ হাজার টন। সেখানে কয়লা উত্তোলন হয়েছে ২ লাখ ২০ হাজার টন। ১২০৯ নম্বর ফেইজ থেকে ৩ লাখ ৬০ হাজার টন কয়লা উত্তোলন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, একটি ফেইজের কয়লা শেষ হলে আর একটি নতুন ফেইজ তৈরি করে কয়লা উত্তোলন করা হয়। এটি খনির একটি নিয়মিত কর্যক্রম।
তিনি বলেন, একটি ফেইজ থেকে নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে ৩ মাস সময় লাগে। এ কারণে ওই সময় খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ থাকে। এছাড়া নির্ধারিত সময়ের ১৫ দিন পূর্বে ১২০৯ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply