নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:
    সময় : রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ
  • ১৬৫ Time View

বিশ্বকাপের আগে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজ দারুণভাবে শেষ করল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের এই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ছেড়েছে অজিরা।

বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রোববার ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ২৭ রানে হারায় অস্ট্রেলিয়া।

অকল্যান্ডে রোববার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেই খেলা শুরু হয়। কয়েক দফা ম্যাচে বৃষ্টি হানা দেওয়ার পর অস্ট্রেলিয়ার রান যখন ১০.৪ ওভারে ৪ উইকেটে ১১৮, তখন বৃষ্টিতেই শেষ হয় ইনিংস। নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬। ৩ উইকেটে কিউইরা করতে পারে ৯৮ রান।

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৬ উইকেটে, পরেরটিতে ৭২ রানে।

এদিনও ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করেন স্টিভ স্মিথ। কিন্তু ৩ বলে ৪ রান করে আউট হয়ে ফেরেন তিনি। ৩০ বলে ৩৩ রান করেন হেড। ৯ বলে ২০ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ১১ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান করে ম্যাচের নায়ক ম্যাথু শর্ট।

জবাবে হাতে উইকেট থাকার পরও প্রয়োজনীয় ঝড় তুলতে পারেনি নিউজিল্যান্ড। দ্রুত রান তোলার চাপে ৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। ২৯ রানের মধ্যে উইল ইয়ং ও টিম সাইফার্টকে হারিয়ে আরও চাপে পড়ে যায় কিউইরা। ২৪ বলে অপরাজিত ৪০ রান করেন প্লেন ফিলিপ্স। ১৫ বলে অপরাজিত ১৭ রান করেন মার্ক চাপম্যান।

সিরিজে প্রথমবারের মতো একাদশে জায়গা পাওয়া অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন ২ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পাও।

৯৮ রান ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে জুনে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে অস্ট্রেলিয়ার শেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল এটি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১০.৪ ওভারে ১১৮/৪ (হেড ৩৩, স্মিথ ৪, শর্ট ২৭, ম্যাক্সওয়েল ২০, ইংলিস ১৪*, ডেভিড ৮*; বোল্ট ২-০-২৪-০, মিল্ন ২-০-২০-১, সিয়ার্স ২-০-২২-১, সোধি ১.৪-০-২২-০, স্যান্টনার ২-০-১৬-১, ক্লার্কসন ১-০-৮-১)।

নিউ জিল্যান্ড: (লক্ষ্য ১০ ওভারে ১২৬) ১০ ওভারে ৯৮/৩ (অ্যালেন ১৩, ইয়াং ১৪, সাইফার্ট ২, ফিলিপস ৪০*, চ্যাপম্যান ১৭*; স্টার্ক ২-০-১৫-০, শর্ট ২-০-৩৩-১, জনসন ২-০-১০-১, জ্যাম্পা ২-০-২০-১, এলিস ২-০-১১-০)।

ফল: ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়া ২৭ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: ম্যাথু শর্ট।

ম্যান অব দা সিরিজ: মিচেল মার্শ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com