বগুড়া সদরের নামুজা ইউনিয়নের শাহ্পাড়া এলাকায় গত (১০ মে বুধবার) রাত ৯টায় মৃত নছির উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক কে বাড়ীর অদূরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ও স্থানীয় হাটগুলোতে গরু কেনা-বেচা করতেন।
এঘটনার ১০ মাস অতিবাহিত হলেও পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটন বা প্রকৃত আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। এরই ধারাবাহিকতায় নামুজা শাহপাড়া গ্রামের বিক্ষুব্ধ এলাকাবাসী জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ইউনিয়নের শত শত নারী-পুরুষ, শিশু কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে রাজ্জাক হত্যাকাণ্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীর স্লোগান জানিয়ে নামুজা-জয়পুরহাট আঞ্চলিক সড়কে অবস্থান নেয়৷ উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী আবেদা বেগম, তিনি মানববন্ধনে স্বামী হত্যার বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় ১০ মাস হলো স্বামী হত্যা মামলার বাদী হয়ে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্থানে সহযোগিতা চেয়েছি। কেউ সহযোগিতা করেনি। পুলিশ আজও কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। তাহলে কি হত্যাকারীরা এভাবেই পার পেয়ে যাবে৷ আমি স্বামী হত্যার বিচার চাই, বিচার চাই। একই ভাবে বক্তব্য রাখেন নিহত রাজ্জাকের ছোট বোন নার্গিস বেগম, তিনি বলেন, পুলিশ অবিলম্বে আমার ভাই রাজ্জাক হত্যা পুনরায় সুষ্ঠু তদন্ত করে ২৪ ঘন্টার ভিতর হত্যাকারীদের আইনের আওতায় যদি না আনতে পারে তাহলে আগামীতে রাজ্জাক হত্যাকাণ্ডের কঠোর কর্মসুচি পালন করা হবে।
এতে আরও বক্তব্য রাখেন মাহফুজ রহমান, মাস্টার শিহাব উদ্দিন, ইউপি সদস্য বজলু রহমান, ইউপি সদস্য রুবেল মিয়া, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম আলম, মজনু মিয়া, রবিউল ইসলাম, সাংবাদিক মুকুল হায়দার, রবিউল ইসলাম, নিহতের জামাতা মোমিন শেখ, মরিয়ম বেগম প্রমূখ।
Leave a Reply