নাটোরে বদন খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। বর্তমানে আহতরা নাটোর আধুরিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতরা হলেন— জালাল গ্রুপের ইমাম আলী ও শফিক মাস্টার গ্রুপের প্রধান শফিক মাস্টার। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) সদর উপজেলার ডাঙ্গাপাড়া মাঠে বদন খেলার প্রস্তুতি বিষয়ে এলাকার কয়েকজন লোকের সঙ্গে আলোচনা করছিলেন শফিক মাস্টার। এ সময় স্থানীয় জালাল গ্রুপের ইমাম আলী খেলা বন্ধ রাখতে বলেন। এ নিয়ে শফিক মাস্টার ও ইমাম আলী তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শফিক মাস্টারের সমর্থকরা ইমামকে কুপিয়ে জখম করে। এর জেরে জালাল ও ইমাম আলীর সমর্থকরা শফিক মাস্টারের ওপরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে হাত দিয়ে সে আঘাত ঠেকাতে গেলে তার হাতের আঙ্গুলের রগ কেটে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষের দ্বন্দে এমন ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply