নাটোরে জামায়াতের ২০ নেতাকর্মী আটক 

মো: জাহিদুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
    সময় : বুধবার, মে ১, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৪৮ Time View
নাটোরের লালপুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সংগঠনের দাওয়াত দেওয়ার সময় উপজেলা জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার শিবনগর গ্রামের আইনুল হকের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন লালপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা সূরা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল ওয়াহাব(৬৫), উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক নাটোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা (৩৬), উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমীর গোলাম রব্বানী সুমন (৪২),সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন (৫০), জামায়াত কর্মী সেন্টু আলম (৫৫), মোশাররফ হোসেন (৫৬), নয়ন আলী (২১), কাশেম আলী (৪৫), জাহাঙ্গীর হোসেন(৩০), জহুরুল ইসলাম (৬০), আফতাব হোসেন (৪৫), শরীফুল ইসলাম শরিফ (৩৫), আবদুল হাকিম (৫০), নাহিদ আলী (২২), কাদের প্রামানিক(৪৫), লাল মোহাম্মদ (৫৫), সেন্টু প্রাং (৩৫), আইনুল হক (৬০), সজীব আহমেদ (২৮) এবং আবু রায়হান ওরফে হাসান (২৫)। আটককৃতরা সকলেই লালপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে আটক আইনুল হকের বাড়িতে বসে সরকার বিরোধী প্রচারনা, নাশকতা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যে ভীতি আতংক সৃষ্টির অভিযোগ এনে লালপুর থানার এসআই ফারুক শিমুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
নাটোর জেলা জামায়াতের আমীর ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম আটককৃতদের মুক্তির দাবী জানিয়ে বলেছেন, দলের দাওয়াতি পক্ষ চলছে। তার অংশ হিসেবে দলের নেতা কর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের দাওয়াত দেয়ার সময় কোন কারণ ছাড়াই পুলিশ তাদের আটক করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বুধবার দুপুরে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জামায়াত নেতাকর্মীদের সরকার বিরোধী প্রচারনা, নাশকতা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যে ভীতি আতংক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com