নাটোরে ছাত্রীনিবাস থেকে নুসরাত জাহান মারিয়া (১৮) নামের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা (জলারপার) এলাকার হাফসা ছাত্রীনিবাস থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে নুশরাত জাহান মারিয়া ওরফে বৈশাখী আত্মহত্যা করেছেন। জানা গেছে সে চলতি বছর এস এস সি পরীক্ষা দিয়ে পড়াশোনার জন্য শহরের ছাত্রীনিবাসটিতে ভাড়া থাকতেন । তিনি সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিকুল ইসলাম মৃধার মেয়ে।
ছাত্রীনিবাসের মালিক হাবিবুর রহমান চুন্নু জানান, শনিবার রাত ৯টার দিকে ছাত্রীনিবাসের তৃতীয় তলার ছাত্রীরা আমাকে ফোন দিয়ে জানায়, বৈশাখীর রুমের দরজা বন্ধ রয়েছে, ডাকলেও কোন সাড়া দিচ্ছে না। এরপর আমি তার পরিবার ও পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
এদিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রুমের দরজা ভেঙে বৈশাখীর মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply