নাটোরের বড়াইগ্রামে বিষধর সাপের কামড়ে রোহান হোসেন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোহান হোসেন বড়াইগ্রামের বড়দেহা গ্রামের উজ্জ্বল ইসলামের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে ঘরের মেঝেতেই ঘুমাচ্ছিলো রোহান। ঘুমের মধ্যেই পায়ে বিষধর সাপ কামড় দেয় রোহানকে।
প্রথমে পা থেকে রক্তক্ষরণ দেখে পরিবারের লোকজন ধারণা করে বিড়াল কামড়ে দিয়েছে কিন্তু সময়ের সাথে সাথে শারিরিক অবস্থার অবনতি হলে রোহানের বাবা তাকে এক স্থানীয় স্কুল শিক্ষকের কাছে নিয়ে যান।
স্কুল শিক্ষক তার পায়ের দাগ দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে মোটরসাইকেল যোগে হাসপাতালে নেওয়ার পথে বড়াইগ্রামের নগর বাজার সংলগ্ন এলাকায় পৌছালে বাবার কোলেই মৃত্যু বরণ করেন স্কুলছাত্র।
Leave a Reply