কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ১ নং ওয়ার্ড এলাকায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ আবু বক্কর সিদ্দিক (আবু) (৪৩) নামে এক যুবকের বিরুদ্ধে।
নাগেশ্বরী থানায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরে মাত্র ৪ ঘন্টার মধ্যে অভিযান সোমবার রাত সাড়ে তিন টার সময় হাসনাবাদ ইউনিয়ন বুরিরডারা এলাকা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার আবু বুরিরডারার বাসিন্দা মোঃ আজিজার রহমান এর পুত্র। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা যায়, আবু বক্কর সিদ্দিক আবু একজন খারাপ প্রকৃতির লোক আমার আপন ছোট বোন জন্ম থেকে বাকপ্রতিবন্ধী! আমার ছোট বোন আমার বাড়ির পাশে আমার বড় ভাই মোঃ ইসমাইল হোসেনের বাড়িতে বসবাস করে। গ্রেফতার যুবক আবু বক্কর সিদ্দিক আবু একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আবু ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করার পাশাপাশি কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই মধ্যে গত ১৬ এপ্রিল সোমবার রাত ৭,৩০ টার দিকে প্রতিবন্ধী ওই কিশোরী বাড়িতে একা থাকার সুযোগে ওত পেতে থাকে আবু বক্কর সিদ্দিক । এ সময় আবু জোর করে প্রতিবন্ধী কিশোরীকে একটি পরিত্যক্ত টিনের ঘরে টেনে নিয়ে ধর্ষণ করে। বাক প্রতিবন্দী মেয়েটির চিৎকার শুনতে পেয়ে আমি সহ বাড়ির লোকজন গিয়ে দেখি আবু বক্কর সিদ্দিক দৌড়ে পালাইয়া যাচ্ছে এ সময় আবু তার মোবাইল ফোন টি ফেলে চলে যায় তাহার ব্যবহৃত ৫০৭০ মডেলের আইটেল উক্ত ফোনটিতে দুটি সীম কার্ড সংযুক্ত আছে।
Leave a Reply