নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় কুন্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঙ্গণে ছাত্র/ছাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্র/ছাত্রীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: মাহবুবা খাতুন,কুন্দারহাট হাইওয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এম আর জামান রাসেল, আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু, শিক্ষক শামিমা, রোজিনা,ফাতেমা, সনিয়া প্রমুখ।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১২০জন ছাত্র/ছাত্রীদের মাঝে ৩জন ছাত্রীকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply