নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, দামগাড়া ফাজিল মাদ্রাসা, কালিশ পুনাইল হামিদীয়া ফাজিল মাদ্রাসা, ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এবার নন্দীগ্রাম উপজেলায় এসএসসি ও সমমানের পরিক্ষায় সর্বোমোট ১৫২৪ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেছে। এর মধ্যে অনুপস্থিত পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৩০জন।
নন্দীগ্রামের প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) কুরশিয়া আক্তার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) আজমগীর হোসাইন ও বিভিন্ন কেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Leave a Reply