বগুড়ার নন্দীগ্রামে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে ওই মোটরসাইকেল চুরির মামলায় জড়িত ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫মার্চ) রাতে উপজেলার চাকলমা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চাকলমা গ্রামের মুকুল হোসেনের ছেলে মো: কাহার সানি(২৮) ও একই গ্রামের মো: আবদুল্লাহ(১৬)। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার চাকলমা গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল মতিন (২৮) এর বসত বাড়ির সামনে থেকে ইফতারের সময় টিভিএস সিডিআই ১০০সিসি মোটরসাইকেলটি চুরি হয়। উক্ত চুরির ঘটনায় আব্দুল মতিন (১৩মার্চ) বুধবার নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে ও গোপন সংবাদের ভিত্তিতে (১৫ মার্চ) শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কাথম-কালিগঞ্জ সড়কের চাকলমা এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেল সহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নন্দীগ্রাম থানা পুলিশ।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন আজম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হওয়ায় ২দিনের মাথায় অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধারসহ দুইজন আসামীকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও একইদিনে অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৫জন আসামীকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply