বগুড়ার নন্দীগ্রামে গভীর নলকূপ নিয়ে দ্বন্দের অবসান কাটিয়ে অনাবদির হাত থেকে রক্ষা পেল বাদলাশন গ্রামের কৃষি আবাদি প্রায় আড়াইশ বিঘা জমি।
প্রাপ্ততথ্য জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বাদলাশন গ্রামে আলহাজ্ব আবুল কালাম আজাদ, বাদশাহ শেখ, আশরাফুল আলমসহ ১৪ জন সম্মিলিত ভাবে বিএডিসি’র আওতায় রেজি: নং-বি ৫৪ একটি গভীর নলকূপ বসিয়ে গ্রামের সকল কৃষকরা কৃষি জমি আবাদ করে আসছে। তারা নিজেদের জমিতে সঠিক সময়ে পানি সেচ দিলেও গ্রামের কিছু কিছু কৃষকদের জমিতে সঠিক ভাবে পানি সেচ করেনা।
নিজেদের গভীর নলকূপ থাকা সত্ত্বেও তারা তাদের ইচ্ছামত সেচ দেওয়ার জন্য ওই স্কিমের মধ্যে অবৈধ ভাবে দুটি বিদ্যুৎ চালিত শ্যালো মেশিন বসিয়েছে।
এবিষয়ে গ্রামের লোকজন বিভিন্ন অনিয়ম তুলে বিএডিসি নির্বাহী প্রোকৌশলী(সওকা) বিএডিসি বগুড় বরাবরে অভিযোগ করলে তারা দীর্ঘ সময় ধরে বিষয়টি তদন্ত করে গত ০৮/০২-২০২৪ ইং তারিখে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে বিএডিসি বগুড়া রিজিয়ন অধিদপ্তরের স্মারক নং-৫৬১ অনুমদনের আলোকে বগুড়া-০৪ আসনের সংসদ সদস্য একে এম রেজাউল করিম তানসেন এর নির্দেশে সেচযন্ত্র পরিচালনা মেরামত ও রক্ষণাবেক্ষণ নীতিমালা-২০২১ অনুসরণ পূর্বক বর্ণিত শর্তাবলী পালন স্বাপেক্ষে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য আব্দুর রাজ্জাককে অপারেটর নিয়োগ করেন এবং মোজাম্মেল হক শেখকে সভাপতি এবং এনামুল হক প্রামানিককে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয় সেই মোতাবেক শনিবার ১৭ ফেব্রুয়ারি গভীর নলকূপটি চালু করা হয়।
এবিষয়ে অত্র গ্রামের এনামুল হক ফকির, আব্দুর রহিম আকন্দ, শহিদুল আকন্দ, আছরফ আলী, গফুর ফকির, আব্দুল কুদ্দুস, সায়েদ ফকির, জমসেদ আলী প্রামানিক, বাচ্চু সরকার, সাদিক সরকার, সাইফুল ইসলাম, ইউনুছ আলী, ইয়াছিন আলী বলেন দীর্ঘদিনের দ্বন্দের অবসান ঘটিয়ে গভীর নলকূপটি চালু হওয়ার ফলে গ্রামের মানুষদের মাঝে উৎফুল্লের সৃষ্টি হয়েছে এবং আমাদের কৃষি আবাদী আড়াইশ বিঘা জমি অনাবাদির হাত থেকে রক্ষা পেল।
Leave a Reply