বগুড়ার নন্দীগ্রামে অগ্রণী ব্যাংক ব্যাবস্থাপকের বদলি জনিত কারণে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ফেব্রæয়ারি) সন্ধ্যা ৭টায় ব্যাংক চত্ত¡রে ব্যাংক কর্মকর্তারা এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নন্দীগ্রাম অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. ছামছুল আলমকে বিদায় ও নবাগত ম্যানেজার মো. সেলিম রেজাকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-০৪ আসনের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।
এসময় বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি’র বগুড়া জেলার উপ-মহাব্যবস্থাপক মোঃ জালাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)হুমায়ুন কবির, পৌর মেয়র আনিছুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসি’র বগুড়া জেলার সহকারী মহাব্যাবস্থাপক মোছাঃ নার্গিস আক্তার, জুলফিকার আলী আকন্দ,নন্দীগ্রাম ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপক রওশন কবির, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা বণিক সমিতির সভাপতি আব্দুল করিম, বিশিষ্ট ব্যাবসায়ী ইউনুছ আলী প্রমুখ।
Leave a Reply