নতুন কারিকুলামের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের উপযোগী জন সম্পদ তৈরী করতে হবে : ডি জি হাবিবুর

প্রেস বিজ্ঞপ্তি:
    সময় : শনিবার, মে ৪, ২০২৪, ১:০৯ অপরাহ্ণ
  • ১০৪ Time View

মাদরাসার একাডেমিক কার্যক্রম উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভার প্রধান অতিথি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্তি সচিব) হাবিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে। নতুন কারিকুলামের আলোকে মাদরাসা শিক্ষায় বিশেষায়িত বিষয়গুলোকে সামঞ্জস্যপূর্ন করার কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে পরিচালিত নতুন কারিকুলামের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের উপযোগী জন সম্পদ তৈরী করতে হবে। তিনি বলেন আমরা উচ্চ নৈতিকতা সম্পন্ন জন সম্পদ তৈরী করতে বদ্ধ পরিকর।

৪ মে শনিবার সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আরাফাত হোসেন, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ হাসান মাসুদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, উলিপুর মহিলা ফাজিল মাদরাসা অধ্যক্ষ মোঃ আব্দুল হাই বারী।

মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী তেঘোর মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওঃ রেজওয়ানুল হক, অধ্যক্ষ রাগেব হাসান ওসমানী, অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যক্ষ আব্দুল মোমিন, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ আ.ন.ম ইয়াহইয়া, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ মাহবুবে রফিক, অধ্যক্ষ নূর আলম, অধ্যক্ষ হাফেজ আব্দুল মান্নান, অধ্যক্ষ বেলাল হোসেন, অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম আযাদ, মোকছেদুর রহমান দুলু।

মতবিনিময় সভায় অংশগ্রহনের পূর্বে প্রধান অতিথি সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা ও বুজরুগ বাড়িয়া বালিকা মাদরাসা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com