নওগাঁয় মসজিদ পাঠাগারে কাউন্সিলর কর্তৃক বই উপহার প্রদান

মোঃ মোনায়েম হোসাইন, ( নওগাঁ সদর ) প্রতিনিধি:
    সময় : শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ
  • ১৩৩ Time View

 ২৪ ফেব্রুয়ারি ২০২৪ পার- নওগাঁ দক্ষিণ পাড়া জামে মসজিদের মসজিদ পাঠাগারে আনুষ্ঠানিক ভাবে দোয়ার মাধ্যমে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম রুবেল কর্তৃক কোরআন, তাফসির, হাদীস ও ইসলামী বই হাদিয়া গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পার- নওগাঁ দক্ষিণ পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন বাবু, সহ: সাধারণ সম্পাদক মোঃ মুসা দেওয়ান, দপ্তর সম্পাদক মোঃ মোনায়েম হোসাইন, প্রচার সম্পাদক, মোঃ শহিদুল্লাহ সরকার, অত্র মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম ( নাদিম) সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া পূর্ব আলোচনায় বক্তারা বলেন, জ্ঞানার্জনের জন্য পড়তে হয় বইপুস্তক। মানুষ যাতে সহজেই বই সংগ্রহ করে জ্ঞানার্জন করতে পারে সে জন্য স্থাপন করা হয় মসজিদ পাঠাগার। পাঠাগার হচ্ছে একটি মুসলিম ঐতিহ্য। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুসলমানরা শুধু আধ্যাত্মিকতার প্রোজ্জ্বল আলোয় উদ্ভাসিত একটি মানবগোষ্ঠী হয়েই আত্মপ্রকাশ করেনি, সঙ্গে সঙ্গে কল্যাণকর জাগতিক বিষয়েও অসামান্য অবদান রেখেছে। কিন্তু কালের বিবর্তনে চর্চা, সাধনা ও অধ্যবসার শ্লথগতি মুসলমানদের পিছিয়ে পড়তে হয়। আধুনিক যুগের বিশ্বাসী মানুষরা কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হৃদয়ের কথা তুলে ধরবে? কীভাবে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ এবং পারস্পরিক সহযোগিতা মনোভাবাপন্ন সমাজ গড়ে তুলতে পারি? মুসলমানদের ফরজিয়াত ইলম অর্জন করে আজকের দিনে উম্মাহর বড়ো এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে মসজিদ পাঠাগার হতে পারে মাইল ফলক। ঝঞ্ঝা-বিক্ষুব্ধ এই সময়ে আমাদের করণীয় খুঁজে ফিরব এখানে। হৃদয়ের একান্ত গোপনে লুকানো জিজ্ঞাসাকে তৃপ্ত করতে আসুন পার নওগাঁ দক্ষিণ পাড়া জামে মসজিদের মসজিদ পাঠাগারে । উজ্জীবিত করুন অন্তরকে, পরিকল্পনা করুন এক সুন্দর বিশ্ব গড়ার।

পরে কাউন্সিলর তার পরিবার সহ দেশ জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com