নওগাঁর সাপাহারে ৫৯ ভুয়া দাখিল পরীক্ষার্থীসহ কেন্দ্র সচিব আটক 

বাবুল আখতার রানা, মোঃ মোনায়েম হোসাইন ও আব্দুল আলিম :
    সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪, ৭:০৩ পূর্বাহ্ণ
  • ২০৭ Time View
নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেয়ার ভয়ংকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন, ৫৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে।
পরীক্ষা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন। তিনি বলেন, গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে সরফতুল্লাহ্ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বদলি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কেন্দ্র সচিব কে সঙ্গে নিয়ে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে ৫৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়।
ওই কেন্দ্রের সব পরীক্ষার্থীর প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে ছবির সাথে মিল না থাকায় ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহত দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ তদন্ত কমিটি গঠন করা হবে বল তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com