দেশে গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্ডিপুর ইউনিয়ন শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চন্ডিপুর মাদ্রাসা মাঠ ও বোর্ড বাজার ঈদগাহ ময়দানে এলাকার জনসাধারণের উপস্থিতিতে ইস্তেসকার নামাজ আদায় করা হয়।
নামাজে অংশগ্রহণ করেন নওগাঁ সদর উপজেলা আমীর মাও: এম এম রাজু, নায়েবে আমীর মাহমুদুল হক, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা জামিলুর রহমান, মোহাম্মদ সেকেন্দার আলী, ও তিলক পুর ইউনিয়ন আমির আব্দুর রউফ রাজা নামাজে ইমামতি করেন চন্ডিপুর ইউনিয়ন আমির মাওলানা নজিবর রহমান।
এ সময় উপস্থিত সকলে নিজেদের পূর্বের সকল গুনাহ ও ভুল ভ্রান্তির জন্য আল্লাহর নিকট তওবাহ করেন। তাছাড়া অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে এবং চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
Leave a Reply