মানবতার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল দেশপ্রেমিক নাগরিককে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও নওগাঁ জেলা পূর্ব শাখার আমীর মাওলানা খ. ম আব্দুর রাকিব ।
আজ বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত গণ সংযোগ পক্ষ পালনের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখার উদ্যোগে পল্লী চিকিৎসকদের নিয়ে স্থানীয় মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম মিঠুনের সঞ্চালনায় উপজেলা আমীর মাওলানা এম. এম. রাজুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নওগাঁ পুর্ব জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আ.স. ম সায়েম, নওগাঁ পৌর আমীর মাওলানা শফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া আজিজুল হক কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইবনে সিনা ফার্মাসিটিক্যালস এর নওগাঁ এরিয়া ম্যানেজার মাহবুবুল আলম, খিদামাহ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাহমুদুল হক উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুস সাত্তার কারী আজিজার রহমান, মাও : নজিবর রহমান, মোস্তফা খালিদ প্রমূখ।
Leave a Reply