বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নওগাঁ জেলা পূর্ব আমীর খ. ম আব্দুর রাকিব বলেছেন, মানবতার মুক্তির জন্য আল-কোরআনের আইনের বিকল্প নেই। কোরআন মানুষকে আলোর পথ দেখায়।
তিনি বলেন, জামায়াতের সহযোগীদের চারিত্রিক ভাবে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। যার চরিত্রের কোন প্রকার কালো দাগ নেই, দুর্নীতির অভিযোগ নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সিএমএস মিলনায়তনে এক সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নওগাঁ সদর উপজেলা আমীর মাও: মোঃ মোনায়েম হোসাইন এর সভাপতিত্বে সেক্রেটারী এ্যাড: আব্দুর রহিম এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ওলামা বিভাগের সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান যুক্তিবাদী, পৌর আমীর মাও: শফিকুল ইসলাম।
সমাবেশে অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহ: সেক্রেটারী মাও: আব্দুল আজিজ , কর্মপরিষদ সদস্য আব্দুস সাত্তার, ক্বারী আজিজার রহমান, মোস্তফা খালিদ প্রমূখ।
Leave a Reply