বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল মঙ্গলবার বাদ আছর ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আব্দুল ওহাবের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক তরিকুল ইসলাম। অনুষ্ঠানে দৈনিক করোতোয়ার সাংবাদিকদ রফিকুল আলম, দৈনিক প্রথম আলোর সাংবাদিক মাসুদ রানা, দৈনিক তৃতীয় মাত্রার সাংবাদিক মনিরুজ্জামান মনির, দৈনিক সমকালের সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, কারিমুল হাসান রাকিবুল ইসলাম, আইয়ুব লোহানী, আনোয়ার হোসেন, শ্রাবন সহ সকল প্রেস ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply