একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন ভবনের পাশে অবস্থিত শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে প্রভাত ফেরির স্রোত এসে মিলিত হয় ফুলেল বেদীতে।
সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন ভাষা শহীদদের আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউ এন ও আসমা খাতুন। মাতৃভাষার দাবি আদায়ের ঐতিহাসিক পটভূমিকে স্মরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল উপজেলা প্রশাসনের।
Leave a Reply