নওগাঁর ধামইরহাটে সোমবার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাট এম এম সরকারি কলেজের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেদুল হাসান উপস্থিত ছিলেন; এইদিন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক গোলাম মাওলা প্রশাসনিক ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি।
প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের অংশগ্রহণে বিশেষ এই প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেদুল হাসান সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা তুলে ধরেন। নির্বাচন গ্রহণযোগ্য করতে সকল ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঠ প্রশাসন সার্বিক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বস্ত করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাশিদুল হক, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, সহকারী রিটার্নিং অফিসার ও ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান প্রমুখ।
উল্লেখ্য আগামী ৮ ই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে জেলার সীমান্তবর্তী উপজেলা ধামইরহাটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দুই জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৫৩ টি ভোটকেন্দ্রে মোট ১৫৯২৪৬ জন ভোটারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে; এর মধ্যে পুরুষ ভোটার ৭৯৬২৬ জন , মহিলা ভোটার ৭৯৬১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন।
Leave a Reply