শুক্রবার নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাট এম এম সরকারি কলেজের হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশনের ধামইরহাট উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা পশ্চিম শাখার উপদেষ্টা ও নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি আদর্শ জাতি গঠনে যথাযথ ভূমিকা পালন করার লক্ষ্যে শিক্ষকসমাজের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা পশ্চিম শাখার সভাপতি অধ্যক্ষ মাহবুব আলম, ধামইরহাট উপজেলা সেক্রেটারি উমর ফারুক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
সম্মেলনে সর্বমহলের শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে কিন্ডারগার্টেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ও মাদ্রাসা পর্যায়ে আংশিক কমিটি গঠন করা হয় ।
Leave a Reply