দৈনিক সাতমাথা’র উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে টিএমএসএস অডিটোরিয়ামে সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) এর নেতৃবৃন্দের সংবর্ধনা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
দৈনিক সাতমাথা’র সহকারি সম্পাদক অধ্যাপক মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস ও সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ।
অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
দৈনিক সাতমাথা’র বার্তা সম্পাদক এফ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের বগুড়া ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ, দিনকালের বগুড়া ব্যুরো প্রধান কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল।
দৈনিক সকলের খবরের বার্তা সম্পাদক আমিনুর রহমান কোয়েল, দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার রাহাতু রিটু, বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, দৈনিক বগুড়া’র সিনিয়র রিপোর্টার জহুরুল ইসলাম, এনটিভি’র বগুড়া প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, রাইজিং বিডি’র জেলা প্রতিনিধি এনাম আহম্মেদ বাবু, বার্তা২৪ এর জেলা প্রতিনিধি পারভীন লুনাসহ বগুড়া’র পেশাদার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দৈনিক সাতমাথা’র সহকারি সম্পাদক অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
Leave a Reply