দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দূর্গাপুর সেরাজুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশ বাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত মাহফিলে “রাসুল (সাঃ) এর জীবনই রয়েছে সর্বোত্তম আদর্শ” এই বাক্যর উপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান পার্বতীপুর মোঃ আনোয়ার হোসেন । এতে সভাপতিত্ব করেন পলাশ বাড়ী ইউনিয়ন জামায়াত ইসলামীর ইউনিয়ন সভাপতি হাফেজ মাও: শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন রাসুলের আগমন মানবজাতির জন্য আল্লাহর অনুগ্রহ। রাসুলুল্লাহ (সা.) সবার জন্যই রহমতস্বরূপ ছিলেন। রাসুলুল্লাহ (সা.)-এর আগমন মানব জাতির জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহ। হাদীসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেনঃ “আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত”। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা আম্বিয়ার ১০৭ নং আয়াতে কারীমায় জানিয়ে দিয়েছেন যে, আর আমি তো আপনাকে সৃষ্টিকুলের জন্য শুধু রহমতরূপেই পাঠিয়েছি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নায়েবে আমির মোঃ রেজাউর রহমান মোল্লা, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুজ্জামান, উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি ওসমান আলী, ওলামা বিভাগের ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা আবুল কালাম মোঃ মোস্তফা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবড়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি নাজমুল হুদা সমুন। এতে শতাধীক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply