বগুড়ার আদমদীঘি চাঁপাপুর ইউপির বিহিগ্রামে আগুনে ২৬ বিঘার ৭টি খড়ের পালা পুড়ে গেছে।
জানাযায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম মধ্যপাড়া গ্রামের বাড়ির পাশের মাঠে এ ঘটনা ঘটে। এতেকরে ২৬ বিঘা জমির ৭ টি খড়ের পালার প্রায় ৫০ হাজার টাকার খড় আগুনে ভস্মীভূত হয়েছে।
বিহিগ্রাম মধ্য পাড়ার কৃষক কলিম উদ্দিন বলেন, ভোরের ৪ টার দিকে আমার বাড়ির পাশের খড়ের পালায় আগুন লাগে। এতে করে আমার ১২ বিঘার জমি ২৪ হাজার টাকার খড়ের পালা পুড়ে গেছে।
হোসেন নামের আরেক কৃষক বলেন, আমার ৬ বিঘা জমির খড় ও আমার ভাইয়ের ২ বিঘা জমির মোট ১৫ হাজর টাকার খড়ের পালা পুড়ে ছাই হয়ে গেছে৷
আনার নামের আরেক কৃষকের ৬ বিঘা জমির ১২ হাজার টাকার খড়ের পালা পুড়ে গেছে৷ তার দাবী ইচ্ছাকৃত ভাবে দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি আমি জেনেছি। কৃষকদের অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply