দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট আলেম-ওলামা-মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেলে দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জামায়াত নেতা এ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আতিকুর রহমান ইবনে বর্ধমানী, নুজাহান কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুঈদ, সেতাবগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর শহর জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাসেল।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মমতাজ উদ্দিন ছোট খাটো ভেদাভেদ ভুলে সকল আলেমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আলেমরা ঐক্যবদ্ধ হলে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
ইফতারের পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সেতাবগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী।
ইফতার মাহফিলে দিনাজপুর জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার অধ্যক্ষ, মুহতামিম, সুপার ও শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।
Leave a Reply