দিনাজপুর ও ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক প্রায় ৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ড. এনামুল হক, দিনাজপুর প্রতিনিধি:
    সময় : বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১:১৬ পূর্বাহ্ণ
  • ১২৪ Time View
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে আটককৃত ৭ কোটি ৫৯ লক্ষ ৩৬ হাজার ৪৪৬ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুর আড়াইটার সময় ফুলবাড়ী ব্যাটালিয়নের সদর দপ্তর মাঠে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠিত হয়। দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী (২৯ বিজিবি) এবং দিনাজপুর (৪২ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানে মাদক নির্মূলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত “জিরো টলারেন্স” নীতি নিশ্চিত কল্পে বিজিবি বদ্ধপরিকর। বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১৬ ডিসেম্বর ২০২২ হতে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক ১১ মে ২০২২ হতে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করে জার আনুমানিক মূল্য ৭,৫৯,৩৬,৪৪৬।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, এমকেডিল, গাঁজা, বিদেশী মদ, দেশী মদ, নেশা জাতীয় ইনজেকশন, নেশা জাতীয় ট্যাবলেট, হেরোইন, যৌন উত্তেজক সিরাপ, বাংলাদেশী মদ তৈরির ট্যাবলেট, মদ তৈরির পাউডার, ভারতীয় পাতার বিড়ি ইত্যাদি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন, কর্ণেল রাশেদ আসগর, পিএসসি, জি, সেক্টর কমান্ডার, দিনাজপুর, লেঃ কর্নেল আহসান উল ইসলাম, পিএসসি, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com