দিনাজপুরের সাবেক এমপি আখতারুজ্জামান জেলে

ড. এনামুল হক, দিনাজপুর প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ৩:৩১ পূর্বাহ্ণ
  • ১৫৫ Time View

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মোঃ আখতারুজ্জামান মিয়ার জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। একই সাথে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নকে।

আদালত সুত্রে জানা গেছে, নাশকতা মামলায় উচ্চ আদালত হাইকোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে রবিবার ( ২৫ ফেব্রুয়ারি) দিনাজপুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে তিনি। একইসাথে চিরিবন্দর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নও আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

প্রসঙ্গগত: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গত ২৯ অক্টোবর ২৩ তারিখে দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় তারা জামিন প্রার্থণা করেন। সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামাননের আদালতে আত্মসমর্পণ করার সংবাদ চিরিরবন্দরে জানাজানি হলে সকাল থেকেই আদালতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়। তাকে জেল হাজতে নেয়ার সময় বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ব্যাপক শ্লোগান দিতে থাকেন। এ সময় দায়িত্বরত পুলিশ প্রিজন ভ্যানে করে তাকে নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর ২৩ এ দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার এসআই নিতাই চন্দ্র রায় বাদি হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মোঃ আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩) ধারায় একটি নাশকতা মামলা দায়ের করে। যার মামলা নং ৩০, তারিখ ৩০-১০-২৩।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com