বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনের কাজকে সম্প্রসারণ করতে হবে।দাওয়াতি কাজ আমরা যত বেশি করতে পারব সংগঠন তত বেশি সম্প্রসারণ হবে।দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির অর্জন করা অতি সহজ। সংগঠন সম্প্রসারণ করতে হলে দাওয়াতি কাজের প্রতি সকল জনশক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে।এলাকায় টার্গেট ভিত্তিক মসজিদগুলোতে আমরা কোরআন শিক্ষার কেন্দ্র গড়ে তুলতে পারি । আমরা নিজে কোরআন শিখব এবং অন্যকে কোরআন শেখাব। সারা বিশ্বে ইসলাম কায়েম করতে হলে নিজের ঘরে আগে ইসলামের প্রবেশ ঘটাতে হবে। সংগঠনের কাজকে সম্প্রসারণ করার জন্য জান মালকে কোরবানি করতে হবে। এই কাজটা আমাদের সকল জনশক্তি ধারাবাহিক করে আসছে।
বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পূর্ব জেলা সাংগঠনিক শাখার সহযোগি সদস্যদের ভার্চুয়ালি প্রাগ্রামে প্রধান অতিথির বক্তব্যেতিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, এই সমাজকে পরিবর্তন করতে হলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে সামাজিক কাজ বেশি বেশি করতে হবে।সামাজিক কাজ আমরা যত বেশি করব সংগঠন তত বেশি মজবুত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পূর্ব সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক নাজিমউদ্দীনের সভাপতিত্বে সহযোগী সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া পূর্ব জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, পশ্চিমের জেলা আমীর মাওলানা আব্দুল হক।
Leave a Reply