তরুণরা মোবাইল-ল্যাপটপ রেখে রাজপথে নেমে আসো : মেজর (অব.) হাফিজ

সাতমাথা ডেস্ক:
    সময় : সোমবার, মার্চ ২৫, ২০২৪, ৭:২৭ পূর্বাহ্ণ
  • ১১৭ Time View

মোবাইল-ল্যাপটপ রেখে ছাত্রদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার মুক্তিযোদ্ধা দলের স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ক্ষমতাসীন দলকে ইঙ্গিত করে মেজর (অব.) হাফিজ বলেন, একটি দল মুক্তিযুদ্ধের ধারে কাছেও ছিলে না। অথচ তারা দাবি করে, এটি তাদের যুদ্ধ ছিলে।

একাত্তরে রণাঙ্গনের এই যোদ্ধা বলেন, যুদ্ধ করেছে সাধারণ মানুষ, কৃতিত্ব নিতে চায় আওয়ামী লীগ। গণতন্ত্রের চেতনা আওয়ামী লীগের মধ্যে কখনও ছিলো না। এখনও নির্বাচনের নামে প্রহসন হয়। এ সরকার বৈধ নয়। আমাদের কর্তব্য বিএনপির নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়া।

বিএনপি ক্ষমতায় যেতে আন্দোলন করছে না জানিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, যে কারণে মুক্তিযুদ্ধ করেছি তা ব্যর্থ করেছে আওয়ামী। তাই মোবাইল ল্যাপটপ-রেখে ছাত্র-তরুণ-যুবকদের রাজপথে নেমে আসতে হবে। প্রস্তুত থাকুন বিজয় আমাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com