“রাখিবো মান, হবো মহিয়ান “এই স্লোগান কে সামনে রেখে ঢাকায় বসবাসরত দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ফুলবাড়ী সমিতি’র আড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে দিন ব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারী শুক্রবার ঢাকার তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সারাদিন আনন্দঘন পরিবেশে জমজমাট আড্ডা আর খেলাধুলা ও সংঙ্গিতা অনুষ্ঠানের মধ্যদিয়ে একদিনের জন্য তামান্না পার্ক হয়ে উঠে যেন ফুলবাড়ী। ঢাকাস্থ ফুলবাড়ীর শতশত বাসিন্দা রেজিস্টেশনের মাধ্যমে এই মিলনমেলায় অংশগ্রহন করেন।
বিকেলে লাকি কুপন ড্র ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় এ মিলনমেলা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিডিআর এর সাবেক মহা-পরিচালক মেজর জেনারেল ফজলুল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, সাবেক পৌর মেয়র মূর্তুজা সরকার মানিক, অবসরপ্রাপ্ত প্রফেসর ডা.আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল গফুর, রাজশাহী মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মোহাম্মাদ রহমতুল্লাহ, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.পারভেজ প্রমুখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন হামিদুল হক চৌধুরি, মহিউদ্দিন কাদের, ফারুক রিজবী, মাহাবুব আলম হিরা, সুশান্ত, ওসি শাহজাহান মন্ডল লিটন প্রমুখ।
Leave a Reply