দিনাজপুরের ঘোড়াঘাটে ডুগডুগীহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের আলোচনা ও ইফতার মহফিল ১০ এপ্রিল (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শত শত প্রাক্ত ছাত্র -ছাত্রী, বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক – কর্মচারীবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাক্তন ছাত্র কাইমুল ইসলামের সঞ্চালনায় এবং বিদ্যলয়ের সভাপতি ও ২নং পালশা ইউনিয়নের চেয়ারম্যান কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য পেষ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, প্রাকক্ত সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য আঃ ওহাব মোল্লা, ডুগডুগীহাট কারিগরি কলেজের অধ্যক্ষ আঃ বারী ও বিশিষ্ট সমাজসেবক কাজী শুভ রহমান চৌধুরী।
বিদ্যালয়ের সভাপতি কবিরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, এরকম অনুষ্ঠান ইতিপূর্বে কখনো হয়নি। অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র -ছাত্রীদের এঅনুষ্ঠান সত্তিই প্রশংসনীয়। আমি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, বিদ্যালয়ে আমার পিরিয়ডে একটি বহুতল ভবন হয়েছে। আরো একটি বহুতল ভবনের কাজ অল্পদিনের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। বিদ্যালয়ের উন্নয়নে আমি সবার সহযোগিতা কামনা করছি।
ইফতারের পূর্ব মুহুর্তে ইফতার সামনে নিয়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য পেষ ও মুনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রাক্তন অফিস সহকারী ও সাংবাদিক আজিজার রহমান।
Leave a Reply