সিলেটে অনুষ্ঠানরত প্রথম টি-টুয়েন্টি ম্যাচে স্বাগতিক বাংলাদেশ দলকে ২০৭ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে শ্রীলংকা। টাইগার বোলারদের নির্দয় ভাবে পিটিয়ে শেষ ৩৩ বলে কোন উইকেট না হারিয়ে ৭৩ রান তুলেছে লংকান ব্যাটাররা। ২০ ওভার শেষে তাদের রান ৩ উইকেটে ২০৬।
টস জিতে বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত লংকানদের ব্যাট করতে পাঠায়। মাত্র ৪ রানে ১ম উইকেট এবং ৩৭ রানে ২য় উইকেট তুলে নিয়ে চাপে ফেলে বাংলাদেশ। কিন্তু কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাভিরার ১৩৩ রানের পার্টনারশিপ বাংলাদেশের সামনে বড় টার্গেট ছুঁড়ে দিতে সাহায্য করে। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করে লংকানরা।
দলের পক্ষে কুশাল মেন্ডিস ৫৯, সামারাভিরা অপরাজিত ৬১ এবং আসালাংকা অপরাজিত ৪৪ রান করেন।
বাংলাদেশের শরীফুল, তাসকিন ও রিশাদ ১টি করে উইকেট লাভ করেন।
Leave a Reply